অভিনয় আমার রন্ধ্রে রন্ধ্রে। প্রচুর স্ট্র্যাগলও করেছি। ১৬-১৭ বছরে মা হয়েছি। পরিবারের সাপোর্ট ছাড়া কিছুই করতে পারতাম না। ‘সাদা রঙের পৃথিবী’ মুক্তি পেলো। কেমন লাগছে?  তিনি বলেন, ‘শিবানী’ আর ‘ভবানী’ আমার দুটো চরিত্র। শিবানী একজন সমাজসেবী, যে বিধবাদের জন্য কাজ করছে, তাদের পাশে দাঁড়ায়, গরিব মানুষের পাশে দাঁড়ায়। ভবানীর চরিত্র নিয়ে এখনই খুব বেশি বলা যাবে না। অভিনয়ের প্রশংসার পাশাপাশি আপনার  সমালোচনাও তো কম হয় না? অভিনেত্রীর উত্তর- যার নাম আছে, তার বদনাম আছে। একসময় এগুলো খারাপ লাগতো। এখন কিছু যায়-আসে না। জীবন অনিশ্চিত। আজ আছি, কাল নেই। বর্তমানে বাঁচি। কাজের প্রতি ভালোবাসা আর নিজের সততা আছে। সেটাই গুরুত্বপূর্ণ। জীতু কমলের সঙ্গেও শ্রাবন্তীর সম্পর্ক নিয়ে কথা উঠেছিল অভিনেতার ব্রেকআপের সময়। সেটা কি প্রভাবিত করেছিল? অভিনেত্রী বললেন, লন্ডনে আমরা দুটো ছবির শুটিং করেছিলাম, যেখানে জীতুর প্রাক্তন স্ত্রীও গিয়েছিল। ওর সঙ্গেও আমি অনেক ঘুরেছি। যখন আমাকে নিয়ে এই কথা উঠেছিল, আমি খুব হেসেছিলাম। আমি জানি সত্যিটা কী। এরকম কোনো ব্যাপারই নয়। আমি আসলে এখন কোনো সম্পর্কে নেই। একদম সিঙ্গেল!

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *